১. গবাদিপশুতে কৃত্রিম প্রজনন করা হয়। |
২.গবাদিপশুর টিকা প্রদান: যেমন:- তড়কা, বাদলা, গলাফুলা, ক্ষুরারোগ, জলাতংক, পিপিআর, গোটপক্স। |
৩. হাঁস-মুরগির টিকা প্রদান: যেমন :- রানীক্ষেত, বাচ্চার রাণীক্ষেত, মুরগীর বসন্ত, সালমোনেলা, করাইজা, গামবোরো, ইনফেকশ্বাস ব্রংকাইটিজ, হাস-মুরগীর কলেরা, পিজিয়ন পকস, হাঁসের প্লেগ, মারেকস, বার্ড ফ্লু। |
৪. মাংসের গুনগত মান পরীক্ষার জন্য নিয়মিত কসাইখানা পরিদর্শন। |
৫. ডিম, দুধ ও মাংশের গুনগত মান পরীক্ষার জন্য নিয়মিত বাজার পরিদর্শন। |
৬. দুধের গুনগত মান পরীক্ষার জন্য দুধের বাজার, দুগ্ধ কারখানা নিয়মিত পরিদর্শন। |
৭. গবাদিপশুর খাদ্যের মান ঠিক রাখার জন্য নিয়মিত খাদ্যের কারখানা পরিদশন ও পরামর্শ প্রদান, মান ণিয়ন্ত্রের জন্য খাদ্যের নমুনা পরীক্ষাগারে প্রেরণ। |
৮. ঘাস চাষের জন্য পরমর্শ প্রদান, ঘাসের নাসারি প্লট স্থাপন। |
৯. দুগ্ধ খামার, গরু হৃষ্ট-পুষ্টকরণ খামার, ছাগলের খামার, ভেড়ার খামার, টার্কি খামার, কোয়েল পাখির খামার, ব্রিডার/হ্যাচারীজ নিয়মিত পরিদর্শন একং খামারীদের পরামর্শ প্রদান। |
১০. অফিসে এবং অফিসের বাহিরে গ্রামে-গঞ্জে গিয়ে চিকিৎসা সেবা প্রদান। |
১১. খামারী, দুধ বিক্রেতা, ডিম বিক্রেতা, মাংস বিক্রেতা সকল কম্পনেন্টের লোককে প্রশিক্ষন প্রদান করা হয়। |
১২. গবাদিপ্রাণি, হাঁস-মুরগি, বন্য ও পোষা প্রাণি এবং পাখির চিকিৎসা প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস